সকালেই ট্রাক চাপায় প্রাণ হারালো দুইজন

আজ সকাল ৬ টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদে ট্রাকচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সায়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)। তারা দু’জনই এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম সংবাদমাধ্যমকে জানান, উত্তরবঙ্গগামী একটি মুরগিবোঝাই ট্রাক সয়দাবাদে এসে যাত্রীবাহী অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক মারা যান। এ সময় আরও ৩ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এমএল