ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য’


১৭ নভেম্বর ২০১৮ ১৭:৩৩

ফাইল ফটো

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। যা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তাই করবে নির্বাচন কমিশন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআিই) আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদেরকে সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রতঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন চায়, একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। যারাই নির্বাচনে আসবে প্রত্যেকে দল-মত নির্বিশেষে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখবেন। নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার নিবন্ধিত দলের বাইরেও অনেক অনিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে।

আরকেএইচ