ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সমান সুযোগ তৈরির কাজ চলছে


১৬ নভেম্বর ২০১৮ ২০:৩৬

ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) তৈরির কাজ চলছে। শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘দেশে নির্বাচনী উৎসব চলছে। এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ চলছে। প্রার্থীদের ব্যানার-পোস্টার সরাতে বলা হয়েছে। তবে যারা এখনো সরাননি, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ৩০ ডিসেম্বর ভোটে সব দল অংশ নেবে। প্রতিযোগিতামূলক হবে। এর আগে কেয়ারটেকার সরকার ছিল। সংসদ বিলুপ্ত ছিল। এখন সংসদ থাকবে, এমপিরা থাকবে। সকল দল অংশ নেবে। কাজেই দায়িত্বটা আলাদা।’

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘দেশে নির্বাচনী হাওয়া বইছে। হাওয়াটা যেন বৈরী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শতভাগ সুষ্ঠু হবে নির্বাচন এটা আশা করা যায় না, তবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কমিশন চায় না প্রশ্নবিদ্ধ হোক নির্বাচন। কমিশনের একার দায়িত্ব নয় নির্বাচন সুষ্ঠু করার জন্য। সবার সহায়তা দরকার। নিরাপদ ভোট প্রদানের প্রতিবিধান করতে হবে, সবার জন্য যেন সমান আচরণ থাকে। এর ব্যতয় হলে ব্যবস্থা নেয়া হবে। আইনের বিরুদ্ধে কেউ গেলেই ব্যবস্থা।’

আরকেএইচ