ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জানুয়ারিতে ইজতেমা হচ্ছে না


১৬ নভেম্বর ২০১৮ ১৮:০৩

ফাইল ফটো

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় নির্বাচনের কারনে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা হচ্ছে না। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন পরবর্তী কাজে ব্যস্ত থাকবে। তাই জানুয়ারিতে ইজতেমা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্র্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে কবে নাগাদ এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ইজতেমা নিয়ে সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ধর্মসচিব মো. আনিছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ইজতেমা আয়োজনকারী মুরব্বিরা উপস্থিত ছিলেন। সেখানে তাবলিগ জামাতের বিবদমান দুটি গ্রুপের সদস্যরাও ছিলেন। সভায় আগামী জানুয়ারিতে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা না করার সিদ্ধান্ত হয়। সভা শেষে ধর্মসচিব মো. আনিছুর রহমান সাংবাদিকদের জানান, জানুয়ারিতে বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।

বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয়। ডিসেম্বরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে ব্যস্ততার পরপরই বিশ্ব ইজতেমায় নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য কঠিন। এ কারণে ইজতেমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরকেএইচ