নির্মাণাধীন ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

রাজধানীর জিগাতলা টেনারিমোড় এলাকায় নির্মাণাধীন ৮তালা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কালাম হোসেন (৩৫)।
নিহতের সহকর্মী আবু সাইদ জানান, বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্মাণাধীন ১১ তলা ভবনের ৮ তলায়
মাচাং এ দারিয়ে কাজ করছিলেন কালাম। এসময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায় কালাম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার চিনালাড়ী গ্রামের মৃত কেরামত মোল্লার ছেলে।
বর্তমানে জিগাতলা টেনারিমোড় ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
আইএমটি