আ. লীগের মনোনয়ন চান তিনিও

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চান দূর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল। ঢাকা-১৬ আসন থেকে তিনি নির্বাচন করতে চান। এ লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মোশাররফ হোসেন বলেন, ‘আমি মিরপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম। মিরপুর থানা ছাত্রলীগেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। ঢাকা-১৬ আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলাম। আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি মোশাররফ হোসেন। এ দুটি মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা এবং জেল হত্যা মামলায়ও রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেছেন তিনি।
আরকেএইচ