ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভোট পেছাল ৭ দিন


১২ নভেম্বর ২০১৮ ১৮:৫৮

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সময় ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখও পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। যা আগে ছিল ১৯ নভেম্বর। সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ভোটের নতুন তারিখ ঘোষণা করেন।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পৃথক চিঠি দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট, ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ আরো বেশ কয়েকটি দল। এ নিয়ে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন।

এর আগে গত ৮ নভেম্বর একাদশ জাতয়ি সংসদ নির্বাচনের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রাখা হয়েছে। ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর। এই স্বল্প সময়ে নির্বাচনের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয় জানিয়ে নির্বাচন এক মাস পিছিয়ে দিতে ইসিকে অনুরোধ জানায় রাজনৈতিক দলগুলো।

আরকেএইচ