বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ডাকটিকিট প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত দুটি পৃথক ডাকটিকিট প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার।
গতকাল ১১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
দেশটি সরকারিভাবে এই দুটি ডাকটিকিট প্রকাশ করে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ান মুদ্রায় এক ডলার।
এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এমএল