ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জাপার পর্যাপ্ত প্রার্থী দেখাতে চান এরশাদ


১১ নভেম্বর ২০১৮ ১৯:৩৪

ছবি-নতুন সময়

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাতীয় পার্টির (জাপা)। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি। নিজের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী বুধবার পর্যন্ত একটানা মনোনয়নপত্র বিক্রি করবে জাতীয় পার্টি। প্রতিটি মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। ১২-১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ১৬ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে। ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভাগীয়ভাবে সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এসব সাক্ষাৎকার নেওয়া হবে।

মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্ভোধন শেষে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হয়েছে, জয়ের মধ্য দিয়ে তা শেষ হবে। আমি আপনাদের পূর্ণ সহোযেগীতা চাই। সকল কর্মীর পূর্ণ সহোযেগীতা চাই। আমরা যদি সবাই একই সঙ্গে লড়াই করি, তাহলে এই লড়াইয়ে আমরা জিতবোই জিতবো। মানুষ আমাদের ভোট দিতে চায়। আগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসবে।

নেতাকর্মীদের মনোনয়নপত্র কেনার আহ্বান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সবাই ফরম কিনুন। হাজার হাজার ফরম কিনুন। যেন দেখাতে পারি আমাদের পর্যাপ্ত প্রার্থী আছে।

প্রথম দিনেই জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি. এম কাদের, মহাসচিব এ. বি. এম. রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদসহ দলটির আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আরকেএইচ