ঢাকা রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২


রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫


২৬ এপ্রিল ২০২৫ ১২:৪৯

সংগৃহীত

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

শনিবার (২৬ এপ্রিল) সকাল দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।