ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু


২৩ এপ্রিল ২০২৫ ১৪:১০

সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, ভোরে ওই তিন যুবক ট্রেন কাটা পড়েন। তখনও দুজন জীবিত ছিল।

 

পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

 

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে ওই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে। 

 

খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।