ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


মোহনপুর উপজেলা পরির্দশন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার


২২ এপ্রিল ২০২৫ ১৬:৩৯

শরিফুল ইসলাম, মোহনপুর (রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশন করেছেন জেলা প্রশাসক আফিয়া আখতার। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিদর্শনে আসেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, ফুল দিয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারকে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন মৌগাছি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। কেশরহাট ভূমি অফিস পরিদশন করেন ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাসহ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।এছাড়াও উপজেলা হল রুমে তিনি প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।ও উপজেলা পরিষদ পরিদর্শন করে। এর পর তিনি ইসলা বাড়িতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি। মোহনপুর উপজেলার পরিদর্শনকালে উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজর আলী বিস্বাশ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।