ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


রাজশাহীতে ব্যাবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই


২০ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

সংগৃহীত

নজরুল ইসলাম জুলু :

ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক নগরীর রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কাজ করেন।

 

দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে মহাজনের বাসা থেকে ওই টাকা নিয়ে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন। নগরীর ঘোড়ামারা এলাকায় পৌঁছলে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এসময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

 

ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা-পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

 

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।