ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


১৯ এপ্রিল ২০২৫ ১২:১০

সংগৃহীত

প্রায় ১৪ ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় খোলা ড্রেনে রিকশা উল্টে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

শনিবার সকালে চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে স্থানীয়রা চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে শিশুটি তার মায়ের সঙ্গে রিকশায় করে যাচ্ছিল। নগরের কাপাসগোলা নবাব হোটেলের সামনে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। এসময় শিশুটির মা আহত হলেও শিশুটি পানির স্রোতে ভেসে যায়।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু নালায় প্রবল স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

 

এদিকে, দুর্ঘটনার পর গতকাল রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

 

স্থানীয়রা জানান, নগরের অধিকাংশ নালা ও খালের পাশে দেয়াল বা ঢাকনা না থাকায় এগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই পানি উপচে এগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। পানির নিচে তখন আর রাস্তা ও নালা আলাদা করে বোঝা যায় না।

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ বাস্তবায়নে চার প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা। এরই মধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা। তবুও এর সুফল পাচ্ছেনা নগরবাসী। এ প্রকল্পের আওতায় রয়েছে ৩৬টি খাল ও ৩০২ কিলোমিটার নালা। গেল পাঁচ বছরে এসব নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের