ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সাকিবকে যা বললেন প্রধানমন্ত্রী


১১ নভেম্বর ২০১৮ ১৬:৫৩

ফাইল ফটো

শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরা ১ আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আজ রোববার আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহের কথা ছিল সাকিবের। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে বলেছেন, সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও।

এ বিষয়ে সাকিবের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

তবে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আজ রোববার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মাশরাফি নড়াইলে নৌকার মাঝি হতে আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার দুপুরে দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা।’

আরকেএইচ