ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নারীকে গণধর্ষণ, মামলা করায় খুনের হুমকি যুবদল নেতার বিরুদ্ধে 


১৬ এপ্রিল ২০২৫ ১৮:১৩

নিজস্ব ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় মামলা করায় ওই নারীকে ও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠে স্থানীয় যুবদল নেতা বিরুদ্ধে। 

 

 

জানা যায়, গত ৪ এপ্রিল রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা নয়া পাড়ায় ধর্ষনের শিকার ঐ নারীর নিজ বাড়িতে মুসা মিয়া ও তার দুই সহযোগী কামাল মিয়া ও হৃদয় মিয়া মিলে ওই বিধবা নারীকে ধর্ষণ করে। পরে নারীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এরপর ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। আদালত মামলাটি নবীনগর থানাকে তদন্তের নির্দেশ দেয়। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহমেদ ভুক্তভোগিকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে। 

 

 

এই অভিযোগের ভিত্তিতে ১৪ এপ্রিল রাতে আবু কাউছারের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা  আবু কাউছার আহমেদ।  

 

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, এঘটনায় একটি ধর্ষন মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত করে দোষিদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।