ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে৷ বুধবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে৷ নিহত ওই কৃষক কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল৷ ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি৷
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান । এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।