ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আরালে চলছে রমরমা দেহ ব্যবসা


১৫ এপ্রিল ২০২৫ ১১:২৩

নিজস্ব ছবি

রাজধানী অদূরে গাজীপুর ও শিল্পঅঞ্চল আশুলিয়া বাইপাইল-চন্দ্রা মহাসড়ক জিরানী বাজার এলাকায় মাজার রোডের দক্ষিণ পাশে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রুম ভাড়ার পাশাপাশি নারী যৌনকর্মী দিয়ে দেহব্যবসা করছেন কর্তৃপক্ষ। বিভিন্ন সময় বিভিন্ন কৌশল পরিবর্তন করে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করেই চলছে এই ব্যবসা। দেহব্যবসার বিষয়টি ইতিপূর্বে কখনোই স্বীকার করেননি কর্তৃপক্ষ। তবে এবার ড্রিমল্যান্ড গেস্ট হাউজের একজন স্টাফ মোল্লা মাসুদ ও ম্যানেজার আশরাফ আলী দেহব্যবসার বিষয়টি স্বীকার করেছেন।

 

ড্রিমল্যান্ড গেস্ট হাউজের মালিক ও পরিচালনার দায়িত্বে থাকা গাজী মনির বলেন, আমার কারো সাথে সম্পর্ক খারাপ না, আমি আজকে থেকে হোটেল ব্যবসা করিনা। আমি কোনাবাড়িতে অতিথি চালিয়েছি, চান্দরা নিউ অতিথি, চাঁদপুর বডিং আমার ছিলো। ড্রিমল্যান্ড গেস্ট হাউস আমারই, কোন সাংবাদিক আমার কাছ থেকে টাকা ছাড়া ফিরে গেছে এমন লোক কমই আছে। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গত মাসে ১ লক্ষ ৯৬ হাজার টাকা বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। বিল্ডিংয়ের ভাড়া ছাড়াই আর এর জন্যই নিজেই বসে থেকে দেখাশোনা করি।