ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


১৪ এপ্রিল ২০২৫ ১৯:৫৯

সংগৃহীত

 ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচির শুভসূচনা ও গ্রামীণ ঐতিহ্য জারিগানের আয়োজন করা হয়। 

উপজেলা শহিদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।  

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান , বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম, যুব উন্নয় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হাসান ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিতি ছিলেন।