ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন


১৩ এপ্রিল ২০২৫ ১৭:২৮

নিজস্ব ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নয়াচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিবপুর গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন  হাশেম মিয়, আব্দুল হক, সুরুজ মিয়া সহ স্থানীয় কৃষকরা ।  

 

 

এসময় বক্তারা বলেন, স্থানীয় বিএনপি নেতা মুসার নের্তৃত্বে  সংঘবদ্ধ একটি চক্র অধৈধ ভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে বালু উত্তোলন করায় এলাকার প্রায় ৫ শত বিঘা কৃষি জমি হুমকির মুখে। বক্তারা অবিলম্বে জনস্বার্থে নদীর পাড় ও ফসলী জমি রক্ষায়া বালু উত্তোলন বন্ধের দাবী জানান। মানববন্ধন  শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।