বোরহানউদ্দিনে চাঁদাদাবীর প্রতিবাদে ইন্টারনেট ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাস মহল বাজার এলাকায় সোহাগ ও আল-আমিনের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খাসমহল বাজার ডিস ক্যাবল ও ইন্টারনেট ব্যবসায়ী আওলাদ হোসেন বাপ্পি।
বুধবার দুপুর ১২ টায় বোরহানউদ্দিন পৌর এলাকার ফরাজী মার্কেটে স্থানীয় পত্রিকার প্রতিনিধির ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আওলাদ হোসেন বাপ্পি লিখিত অভিযোগ করে বলেন , স্থানীয় সোহাগ ও তার সহোযোগীরা দির্ঘদিন যাবত খাসমহল বাজারে চাঁদাবাজি করছে আসছে। চাঁদাবাজ সোহাগ ও তার সহোযোগীদের অত্যাচারে ও ভয়ে অতিষ্ঠ পুরো ইউনিয়নের মানুষ।
গত ৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে চাঁদাবাজ সোহাগ ও তার সহোযোগীরা খাসমহল বাজারের ক্যাবল ও ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। উল্লেখিত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী আওলাদ হোসেন বাপ্পিকে মারধর করতে আসে। এরই ধারাবাহিকতায় গত (৮ এপ্রিল ২০২৫ ইং) তারিখ রাতে চাঁদাবাজ সোহাগ ও তার সহোযোগী আল-আমিনসহ অজ্ঞাত কয়েকজন চাঁদাবাজ
দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়ীতে প্রবেশ করে তার ৬মাসের বাচ্চার গলায় ছুড়ি ধরে তাকে প্রাননাশের হুমকি দেয়। চাঁদা না দিলে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় চাঁদাবাজরা।
এছাড়াও ব্যবসায়ীর পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলার হুমকি প্রদান করেন চাঁদাবাজরা। চাদাঁবাজ আল-আমিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও চুরি মামলা রয়েছে। দীর্ঘদিন জেল হাজতে ছিলেন আল আমিন। বিজ্ঞ আদালত থেকে জামিনে এসে ফের চাঁদাবাজি ও মাদক বিক্রি শুরু করেছে মাদক ব্যবসায়ী ওরফে চোর আল আমিন।
আওলাদ হোসেন বাপ্পি সংবাদ সম্মেলনে আরো বলেন, গতকাল রাত থেকে প্রাননাশের ভয়ে পুরো পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
হাসাননগর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান তিনি। এছাড়াও বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীর পুরো পরিবার। অন্যদিকে সোহাগের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় ভুক্তভোগী আওলাদ হোসেন বাপ্পি বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।