মোহনপুরে কৃষকদের প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল এবং উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৫৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার এম এ মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাঈদ আলী রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরনবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মোহনপুর উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দরা।
উপজেলা কৃষি অফিস জানায়, ৪৫০০ জন চাষীর প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ এবং ৩০ জন মুগ চাষীর প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়।