ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নব-গঠিত লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত


৯ এপ্রিল ২০২৫ ১৮:০৭

সংগৃহীত

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত আহব্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  

 

 

বুধবার(০৯এপ্রিল) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি হয়।

 

 

স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ ইউসুফ আলী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণদান ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ কবির সিকদার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার হোসেন সানু সিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মহাসিন রেজা ইমরুল, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ শাকিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়াজ মোর্শেদ শুভ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান রানা, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার ও নব নির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন খান।

 

 

এছাড়াও এসময় স্কুলটির শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে নব-গঠিত কমিটির সভাপতি বলেন, আমি নিজে বিএনপি করেছি। তবে দলের মধ্যে আমার কোন নাম নেই। আমিও চাই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজনীতি মুক্ত থাকুক। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নিয়ে থাকুক।