বাংলাদেশি যুবককে ডেকে নিয়ে হত্যা অভিযোগ ভারতীয় বিএসএফ বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তে মুরাদ হোসেন মুন্না নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদুল ইসলাম মুন্না জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া এলকার মৃত হাজী ফজলুর রহমানের ছেলে।
নিহত মুন্নার আপন বোনের ছেলে মো:বাপ্পি সরকার বলেন, মঙ্গলবার বিকালে মুন্না মামা তার কৃষি জমিতে কাজ করছিলেন। তখন ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সীমান্তের পিলার দেখতে এসে মামাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ কথোপকথন হয় তাদের তারপর মামাকে বিএসএফ ধরে নিয়ে যায় পরবর্তীতে মাগরিবের আগমুহূর্তে মামা মুন্না মিয়ার সারা শরীর ও মাথায় মারধর করে কাটা তারের বাইরে বাংলাদেশ ভারত সীমান্তে ফেলে রেখে যায়। সন্ধ্যায় স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘নিহত মুরাদুল ভারতের অভ্যন্তরে কীভাবে গিয়েছেন, কেন গিয়েছেন বা কী উদ্দেশ্যে গিয়েছেন, তাঁকে কে মারধর করেছে কিংবা চোরাকারবারির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি না, এসব আমরা তদন্ত করছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’