গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিক্ষোভ

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে লয়ার্স অফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে এবং মুসলিম রাষ্ট্রগুলোর প্রধানদের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান।
এ সময় তারা ধর্ম বর্ন নির্বিশেষে ইসরাইলের মানবতা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়ানোর আহ্বান জানান। সমাবেশে যুদ্ধবাজ ইসরাইল ও নেতানিয়াহুর ধ্বংস কামনা করে ফিলিস্তিনি জনগনের প্রতি সংহহি জানিয়ে রাষ্ট্রীয় ভাবে ১ দিন নো ওয়ার্ক নো স্কুল পালনের আহাবান জানানো হয়।
এডভোকেট সৈয়দ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন. জেলা বিএনপির নেতা এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আয়োজক কমিটির সদস্য এডভোকেট মোঃ নাসির মিয়া, জেলা আইনজীবী সমিতি সদস্য এডভোকেট জেসমিন আক্তার, এডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক) প্রমুখ।