কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

মোহনপুরের কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করেন সকল ছাত্র-ছাত্রীবৃন্দরা।
কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও: হাসান আলী, কেশরহাট পৌরসভা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাও: আব্দুল জলিল, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট ডিগ্রি কলেজের প্রভাষক খুশবর রহমান, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলামসহ প্রমূখ। এ বিদ্যালয় থেকে এস.এস.সি পরিক্ষায় ৮০ জন শিক্ষার্থী অংশ নিবেন।