ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


ব্রাহ্মবাড়িয়ায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৩০, বাড়ি ঘর ভাঙচুর


৮ এপ্রিল ২০২৫ ২০:০৫

সংগৃহীত

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা চলে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। 

 

 

পুলিশ ও স্থাণীয়রা জানায়, রমজানের শেষ দিকে। তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এই নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। 

 

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ জড়ায়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতায়র আশংকায় রয়েছে গ্রামবাসী।