ব্রাহ্মবাড়িয়ায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৩০, বাড়ি ঘর ভাঙচুর

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা চলে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
পুলিশ ও স্থাণীয়রা জানায়, রমজানের শেষ দিকে। তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এই নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ জড়ায়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতায়র আশংকায় রয়েছে গ্রামবাসী।