ঘাতকের দেয়া তথ্যে অটো চালকের লাশ উদ্ধার

রাজশাহীতে ঘাতকের দেয়া তথ্যের ভিত্তিতে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন তেলপুকুড়িয়া এলাকার একটি নির্জন আবাসিক এলাকার প্লটের এক কক্ষের ঘরের মধ্য থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মো. রিজন। তিনি দামকুড়া এলকাকার বাসিন্দা। গত ২৫ মার্চ থেকে ব্যাটারিচালিত অটো সহ তিনি নিখোঁজ ছিলেন।
দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, গত ২৫ মার্চ ব্যাটারিচালিত অটোর চালক মো. রিজনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়। যেখানে বলা হয় অটো সহ রিজনকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে একই এলাকার মো. পাপ্পু সহ সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার দুপুরে পাপ্পুর দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন তেলপুকুড়িয়া এলাকার একটি নির্জন আবাসিক এলাকার প্লটের এক কক্ষের ঘরের ভেতর থেকে কাশিয়াডাঙ্গা থানার সহযোগীতায় রিজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাল লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপালাতে প্রেরণ করা হচ্ছে।
ওসি আরও জানান, প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটো ছিন্তাই করে রিজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি আটক রয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।