গাজা ইস্যুতে উত্তাল মোহনপুর

রাজশাহীর মোহনপুরে ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে মোহনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল ও ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ কল্যান পরিষদ ও তাওহীদি জনতা মোহনপুর ব্যানারে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা ছাত্রদল কলেজ শাখা ও বিকালে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ কল্যান পরিষদ ও তাওহীদি জনতা মোহনপুর আয়োজনে (রাজশাহী নওগাঁ) মহাসড়কে অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷
এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে একটি র্যালি বের করেন। র্যালিতে শিক্ষার্থী ও তাওহীদি জনতা হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’,ইসরায়েলের পন্য বয়কট, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইসরায়েলের দুশমন হুশিয়ার সাবধান, সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন' লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গাজায় শিশু, নারী, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে।
উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা ছাত্রদলে আহ্বায়ক মো: আব্দুর রাজ্জাক, সদস্য সচিব, মাহামুদুর হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো: শাকিবুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক, মোহম্মাদ আলী, যুগ্ম আহ্বায়ক, মেহেদী হাসান টুটন সদস্য, ইয়ামিন, রাসেল, ছাত্র নেতা, মুন মোহনপুর কলেজ শাখার, সভাপতি, শিমুল, সাধারণ সম্পাদক, লিটন, কলেজ শাখার, ছাত্র নেতা, সাব্বিরসহ ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ কল্যান পরিষদ ও তাওহীদি জনতা।