ঢাকায় আ’লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ:আহত ২

ঢাকার মোহাম্মদপুরের আদাবরে আজ সকালে আ’লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ের ১৬ এবং ১০ নম্বর সড়কের শম্পা মার্কেট এলাকায় সকালের এই সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন।ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় অন্তত দুজনকে হাসপাতালে নিতে দেখা গেছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আদাবরের সুনিবিড় হাউজিংয়ের ১৬ নম্বর সড়কের মোহাম্মদিয়া হোমসের দারোয়ান আ.জব্বার সাংবাদিকদের বলেন, একটি পিকআপে করে বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে আসে।এরপরই বিপরীত দিক থেকে সেই পিকআপকে লক্ষ্য করে হামলা চালানো হয়।তখন সবাই ছোটাছুটি শুরু করে।এর মধ্যেই রক্তাক্ত অবস্থায় দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানও মনোনয়ন চাইছেন এবার।
আদাবর থানার ওসি কাওসার আহমেদ বলেন, আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছি।
এদিকে সংঘর্ষের বিষয়ে সাদেক খান সাংবাদিকদের বলেন, যুবলীগের তুহিনের নেতৃত্বে আমার সমর্থকদের ওপর হামলা হয়।
আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন সাবেক প্রতিমন্ত্রী নানকের অনুসারী হিসেবে পরিচিত।
অভিযোগ অস্বীকার করে তুহিন তিনি বলেন, জামায়াত-বিএনপির লোকজন আওয়ামী লীগের লেবাস নিয়ে এই ঘটনা ঘটাতে পারে।
তবে এই বিষয়ে এখন পযন্ত নানকের কোন বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।