ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রায়পুরে স্বাগতম তোরণের সামনে ময়লার ভাগাড়


৮ এপ্রিল ২০২৫ ০৯:৪৩

সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রবেশদ্বারে অবস্থিত 'স্বাগতম' তোরণের সামনে দীর্ঘদিন ধরে জমে রয়েছে ময়লার ভাগাড়। জায়গাটি বর্তমানে একটি নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে, যা শুধুমাত্র দৃষ্টিকটু নয় বরং পরিবেশের জন্যেও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

চাঁদপুরের সীমানা এড়িয়ে রায়পুরে ঢুকতে প্রথমেই 

হাজারো মানুষদের প্রথম দর্শন এটি, কিন্তু এটি দেখে হতাশ হন অনেকেই। ময়লার স্তুপ এবং নোংরা পরিবেশের কারণে পথচারীরাও পড়ছেন অস্বস্তিতে।

 

স্থানীয়রা জানান, ময়লার স্তুপটি দীর্ঘ কয়েক বছর ধরেই জমে রয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু জানান, এই ধরনের নোংরা পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। 

 

তিনি আরো বলেন, ময়লা সংগ্রহ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

 

এদিকে স্থানীয় জনগণ আশা করছেন, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে, যাতে রায়পুর উপজেলার প্রবেশদ্বারটি আরও পরিচ্ছন্ন এবং সুস্থ হয়ে ওঠে।

 

এ বিষয়ে জানতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খানকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।