ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


আ.লীগ নেতাদের পক্ষে সুপারিশ, ফুলছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন


৮ এপ্রিল ২০২৫ ০৯:৪১

সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

 

অভিযোগ তুলে ধরে সোমবার (৭ এপ্রিল) বিকালে ফুলছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ। 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, ফজলুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম। 

 

এ বিষয়ে সাদিকুল ইসলাম নান্নু বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এর আগেও বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটিতে ছিলেন এবং বর্তমানেও কমিটিতে আছেন। সেই জন্য আমি তাদের পক্ষে প্রত্যায়ন প্রদান করেছি।