ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কাল মনোনয়ন কিনছেন মাশরাফি-সাকিব


১০ নভেম্বর ২০১৮ ১৮:৫৭

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন ক্রিকেটের দুই মহাতারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, মাশরাফি ও সাকিব রোববার সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন । তারা ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাদের কথা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, মাশরাফি আগামীকাল আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্র সংগ্রহ করবেন বলে আমিও শুনেছি।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে দুটি ফরম সংগ্রহ করেন। প্রথম দিনেই আওয়ামী লীগের মনোনয়নপত্র ১৩২৯টি বিক্রি হয়েছে। আজ শনিবারও দ্বিতীয় দিনের মতো দলের মনোনয়নপত্র বিক্রি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি মনোনয়ন ফরম কিনেছেন এবং জমাও দিয়েছেন। এ ছাড়া আটটি বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ২০০ বেশি ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

আরকেএইচ