ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা

ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।বিজেপি সরকারের এই মুসলিমবিদ্বেষী তৎপরতায় দেশটির মুসলমান জনগোষ্ঠী আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেছে দলটি।
শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে একথা বলেন।
এতে বলা হয়, ভারতের লোকসভার ওয়াকফ বিল ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থি। ভারতের মুসলমানদেরকে আরও নিঃস করতেই লোকসভায় ওয়াকফ বিল পাশ করানো হয়েছে।
বিবৃতিতে সাইফুল হক বলেন, ভারতের মুসলমান জনগোষ্ঠীকে আরও ক্ষমতাহীন ও বিপদগ্রস্ত করতেই যে লোকসভায় এই বিল পাশ করানো হয়েছে- তা স্পষ্ট। ভারতের বিরোধী দলগুলো ও মুসলমান জনগোষ্ঠীর প্রবল বিরোধিতার মুখে পাশ হওয়া এই বিলের মাধ্যমে জমি-জিরাত সংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত।
তিনি বলেন, এই বিল একদিকে ভারতের সংবিধানবিরোধী, আর অন্যদিকে মুসলমান জনগোষ্ঠীর ধর্মাচারণের পরিপন্থি। এই বিল ভারতের ফেডারেল কাঠামোর ওপরও বড় আঘাত।এই বিলের মধ্যদিয়ে রাজ্যের অধিকার খর্ব করা হলো।এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও সদস্য হতে পারবেন, এমনকি তারা বোর্ডের প্রধান নির্বাহীও হতে পারবেন। এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের ভিত্তিতে স্বত্তাধিকারী হওয়ার বিধানও বাস্তবে বাতিল হয়ে যাবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওয়াকফ বিল হচ্ছে বিজেপি ও নরেন্দ্র মোদির সরকার কর্তৃক ভারতের মুসলমানদেরকে নিঃস করার আগ্রাসী তৎপরতার অংশ।
বিবৃতিতে তিনি মুসলমানবিদ্বেষী ও বিভক্তি-বিভাজন সৃষ্টিকারী এসব অশুভ তৎপরতা থেকে সরে আসতে বিজেপি সরকারের প্রতি আহ্বান জানান।