ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


ইউনূস-মোদি বাতচিতে পাল্লা ভারি কার?


৪ এপ্রিল ২০২৫ ২৩:০০

সংগৃহীত

অবশেষে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং প্রায় চৌদিক বেষ্টন করে থাকা ভারতের সঙ্গে আমাদের সমস্যা, দেনাপাওনা ও লেনদেন সবচে' বেশি। বাংলাদেশ সব সমস্যার সমাধান গায়ের জোরে নয়, আলোচনায় চায়। ক্ষমতাচ্যুত হাসিনা রেজিমের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ ছিল ভারত। সে সম্পর্ক অধীনতামূলক মিত্রতা বলে সমালোচিত ছিল। ছাত্রগণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা এখনো ভারতেই আশ্রিত এবং এই পটপরিবর্তনকে মন থেকে মানতে পারেনি ভারতের মোদি সরকার। 

 

বাংলাদেশ তার নোবেল লরিয়েট সরকার প্রধানের সঙ্গে মোদিকে একটা বৈঠকে বসাতে গোড়া থেকেই জোর দেনদরবার ও কূটনীতি চালিয়ে এসেছে। আট মাসের মাথায় সে চেষ্টা ফলবতী হলো। মুখ না দেখতে গোঁ ধরা সিদ্ধান্ত পালটে ভারতের প্রধানমন্ত্রী অবশেষে ব্যাংককে বিমসটেক সামিটের সাইডলাইনে প্রায় পৌনে এক ঘন্টার বৈঠক করলেন তার বাংলাদেশি কাউন্টারপার্ট এর সঙ্গে। এই শীর্ষ সম্মেলনেই বাংলাদেশের ইউনূস বিমসটেক এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন।