ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


গফরগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত


৪ এপ্রিল ২০২৫ ২২:২৭

সংগৃহীত

গফরগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত। 

ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা উস্তি ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল খেলায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উস্তি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল শাহরিয়া হুসেইন শায়ন এর আয়োজনে এই খেলায় অংশগ্রহণ করেন উস্তি ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। ফুটবল ফাইনাল খেলা উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও ন্যাশনাল ইউথ ফোরাম কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান মনির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও জাতীয়তাবাদী ছাত্রদল গফরগাঁও উপজেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক মতিউর রহমান মতি, গফরগাঁও সরকারি কলেজের সাবেক এ জি এস ও সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আলাউদ্দিন সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা ও সাবেক মেম্বার শফিকুল ইসলাম উজ্জ্বল, যুবদল নেতা কায়সার আহমেদ প্রমুখ। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এই ফুটবল ফাইনাল খেলায় সিনিয়র একাদশ জুনিয়র একাদশকে ২/১ গৌলে পরাজিত করে ট্রফি হাতে তুলে নেন  

মতিউর রহমান মতি ময়মনসিংহ দক্ষিণ জেলা প্রতিনিধি।