৩ ভাইয়ের আঘাতে বৃদ্ধের ২ দাঁত পড়ে গেল!

লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধে তোফায়েল আহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধকে ঘুষি মেরে ২ দাঁত ফেলে দেওয়ার পাশাপাশি বৃদ্ধকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। তার চাচাতো ভাই তাজুল ইসলামের ৩ ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী তোফায়েল আহম্মদ গণমাধ্যমকর্মীদের তার ওপর হামলার বর্ননা তুলে ধরেন।
একসময় অভিযুক্ত ৩ হামলাকারীও নিজেদের ওপর হামলা হয়েছে বলে একই হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
এর-আগে, বেলা ১১টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (৫নং ওয়ার্ড) পশ্চিম সৈয়দপুর গ্রামে এ হামলার শিকার হন বৃদ্ধ তোফায়েল আহম্মদ।
আহত তোফায়েল পশ্চিম সৈয়দপুর গ্রামের কুশা হাজ্বী বাড়ীর মৃত জালাল বড় ছেলে। হামলাকারীরাও একই বাড়ির বাসিন্দা।
জানা গেছে, পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত জালাল আহম্মেদের ছেলে তোফায়েল আহম্মদের সঙ্গে তার চাচাতো ভাই তাজুল ইসলামের সাথে দীর্ঘ ৪০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে (আজ) বেলা ১১টার দিকে তাজুল ইসলামের ৩ ছেলে পুলিশ সদস্য মো. সাদ্দাম, সেনা সদস্য তোফাজ্জল ও ফারুকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ৩ ভাই বৃদ্ধ তোফায়েল আহম্মদকে ব্যাপক মারধর করে। ঘটনার সময় সেনা সদস্য তোফাজ্জলের ঘুষিতে বৃদ্ধের দুইটি দাঁড় পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে বৃদ্ধ তোফায়েলকে প্রাণে রক্ষা করে।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে অভিযোগ অস্বীকার করে সাদ্দাম, তোফাজ্জল ও ফারুক হোসেন জানান, বৃদ্ধ তোফায়েল আহম্মদের লোকজন তাদের ওপর হামলা করছে বলে তারা বিষয়টি এড়িয়ে যান। এবং তাদের দাবি বৃদ্ধ পড়ে গিয়ে তার দাঁত পড়ে গেছে।
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অরুপ পাল ঢাকা মেইলকে জানান, তোফায়েল নামে এক ব্যক্তি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দুইটি দাঁত পড়ে গেছে তার এমন অভিযোগ করছেন। পরে ওনাকে দাঁতের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিষয়টি তার জানা নেই। বিশেষ কাজে তিনি থানার বাহিরে আছেন। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে,প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।