শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৯মার্চ) ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার আটপাড়া ও বারহাট্টা উপজেলায় জুলাই-আগস্টে গণহত্যায় শহীদ ৪ টি পরিবারের নিকট জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও সমাবেদনা জ্ঞাপন সম্বলিত পত্র হস্তান্তর করা হয় এবং কবর জিয়ারত করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী মেহেদী হাসান সোহেলের নেতৃত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রূবেল, সাধারণ সম্পাদক এড. খালিদ সাইফুল্লাহ মুন্না, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ।