যুব সমাজের উদ্যোগে সমাজবাসীর জন্য ইফতার-মাহফিল

লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী সমাজকল্যাণ ইসলামী পাঠাগারের যুবকদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ) স্থানীয় ঈদগাহ ময়দানে এই আয়োজন করা হয়।
এসময় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রায় এক শতাধিক মানুষ এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, সংগঠনটি ২০২০ সাল থেকে প্রতিবছর সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে এমন আয়োজন করে থাকে।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও ইসলামী সংগীত শেষে সমাজবাসীর জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপীনাথপুর রহমানিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমরান হোসেন কামাল।
প্রসঙ্গত যে, দক্ষিণ হামছাদী সমাজকল্যাণ ইসলামী পাঠাগার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং ইসলামী সমাজ বিনির্মাণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।