ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহাপরিচালকের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলায় ৩শ ৪জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে ছিল ১ কেজি পোলাও চাল, ৪শ গ্রাম সেমাই, ২শ গ্রাম গুড়া দুধ, হাফ কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২শ গ্রাম ঘি। বিতরণকালে উপস্থিত ছিলেন সার্কেল এডজুটেন্ট মো: তৌহিদ মিয়া, সদর উপজেলার প্রশিক্ষক শৈলেন দেবনাথ। এসময় বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মো: মনিরুজ্জামান। তিনি বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও পাশাপাশি মানবকল্যানে কাজ করেন। এই মানব কল্যানের অংশ হিসেবেই আজ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।