ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


২৭ মার্চ ২০২৫ ১০:৪৭

সংগৃহীত

পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর (ইন্ডাষ্ট্রিয়াল স্কুল) বিটিজেএ কার্য্যলয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আখন্দ, পৌর বিএনপি সভাপতি নজির আহাম্মেদ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভূইঁয়া, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন জেলা কমিটি সভাপতি শাহ মোহাম্মদুল্লা, জেলা কওমী ঐক্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তারেক জামিল। 

 

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আল আমীন শাহীন। সার্বিক পরিচালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন

 

ইফতারের পূর্বে দোয়াও মনোজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী জুনায়েদ আহাম্মদে সাদেকী।