ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বোরহানউদ্দিনে প্রবাসী পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদাদাবী করলেন চোর রিপন


২৫ মার্চ ২০২৫ ১২:৩৪

বোরহানউদ্দিনে প্রবাসীর পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদাদাবী করছে চুরি মামলার চার্জশিট ভুক্ত আসামি চোর রিপন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদ্মামনসা গ্রামের দুবাই প্রবাসী রিয়াজের পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবীতে হামলার অভিযোগ পাওয়া গেছে।  

 

একই এলাকার নিরবের ছেলে রিপন ওরপে রিপন চোরের বিরুদ্ধে এমন অভিযোগ বিদেশ প্রবাসী রিয়াজের পরিবারের।২ লাখ টাকা চাঁদার দাবীতে রবিবার রাত ৯ টায় প্রবাসী রিয়াজের ভাই মাসুদ রানাকে পথরোধ করে পিটি আহত করে চোর রিপন। স্থানীয়রা আহত মাসুদ রানাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। রাত  আনুমানিক সাড়ে ১১ টায়  প্রবাসীর বাড়িতে প্রবেশ করে চাঁদার দাবীতে  লুটপাট চালানোর চেষ্টা করেন চোর রিপনসহ অজ্ঞাত ১০ জন। এসময় ২ লাখ টাকা চাঁদা না দিলে প্রবাসীর গরুর খামারের গরুসহ বাড়িতে লুটপাট চালানো হবে বলে  প্রবাসীর বাড়িতে প্রবেশ করে হুমকি প্রদান করেন চোর রিপন।  এঘটনায় প্রবাসীর পরিবারসহ চোর আতংকে রয়েছে এলাকার সাধারণ মানুষ।  

 

প্রবাসী রিয়াজের ভাই আহত মাসুদ রানা অভিযোগ করে বলেন, তার ভাই রিয়াজ দির্ঘ ১২ বছর যাবত দুবাই প্রবাসী হিসেবে একটি কোম্পানিতে কর্মরত আছেন। এলাকার নতুন চোর রিপনসহ অজ্ঞাত কিছু লোক আমাদের পরিবারের কাছে নগদ দুই লাখ টাকা চাঁদাদাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রিপন চোরসহ অজ্ঞাত ১০ জন তাকে পথরোধ করে পিটিয়ে গুরুতর আহত করে। চঁদা না দিলে গরুর খামারের গরু লুটসহ বাড়িতে লুটপাট চালাবে বলে হুমকি প্রদান করছে চোর রিপন। 

 

স্থানীয়রা জানান, চোর রিপনের বিরুদ্ধে এলাকায় ছিনতাই ও চুরির মামলাসহ একাধিক মামলা রয়েছে। চোর রিপনের বিরুদ্ধে আরো একটি ডাকাতি মামলা তদন্ত করছে সিআইডি। একাধিক মামলা রয়েছে চোর রিপনের বিরুদ্ধে। ইয়াবা সেবনসহ চুরি করা রিপনের নেশা ও পেশা। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে এসে ফের চাঁদাবাজি ও চুরি করেছে চোর রিপন।

 

 গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে উপজেলার আবুল বাজার এলাকায় ছিনতাই করে এক মাছ ব্যবসায়ীর নগদ টাকা নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোর রিপন। পরে স্থানীয়রা আটক মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানায় সোপর্দ করেন। মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানায় আটক রয়েছে। 

 

চোর রিপনকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

অন্যদিকে রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন তাকে টাকা দিতে হবে। 

 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর 

 

রহমান জানান, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।