চরফ্যাশন কচ্ছপিয়া থেকে চিংড়ির রেণুসহ পাচারকারী ছাবের আটক"মোবাইল কোর্টে জরিমানা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া বাজার থেকে বাগদ ও গোলদা চিংড়ির রেণু পোনাসহ ছাবের হোসেন(৪৮)কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ছাবের হোসেন চরকচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসি বাসিন্দা। কচ্ছপিয়া বাজারের" কচ্ছপিয়া ফিস" নামক মাছের গদি থেকে প্রায় ২০ হাজার চিংড়ির রেনু পোনাসহ তাকে আটক করা হয়। শনিবার (২২মার্চ ২০২৫)
বিকাল অনুমানিক ৫ টায় গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনাসহ ছাবেরকে আটক করে দক্ষিন আইচা থানা পুলিশ। পরে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমদাদুল হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে আটক ছাবেরকে ৫ হাজার টাকা নগদ অর্থ দন্ড ও রেণু পোনা খুলনায় পাচার না করার স্বার্থে তাকে ছেড়ে দেন। জব্দ করা চিংড়ির রেনু গুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, কচ্ছপিয়া বাজারের কোস্ট গার্ড ক্যাম্প সংলগ্ন খালের মধ্যে থেকে ট্রলার যোগে দির্ঘদিন যাবত খুলনায় বাগদা চিংড়ির রেণু পোনা পাচার করছে ছাবেরসহ একাধিক রেণু পাচারকারী। কচ্ছপিয়া বাজারে "কচ্চপিয়া ফিস" নামক মাছের গদিতে রেণু পোনা সংগ্রহ করেন পাচার কারিরা। সারাদিন রেণু পোনা সংগ্রহ করে রাতে ট্রলার যোগে তেতুলিয়া নদী হয়ে খুলনায় পাচার হয় এসব রেণু পোনা।
তবে কোস্ট গার্ডের ক্যাম্পের কাছ থেকে কিভাবে এসব রেণু পোনা খুলনায় পাচার হয়? এমন প্রশ্ন অনেকের।