‘অনিবন্ধিত দল নিবন্ধিত দলের প্রতীকে নির্বাচন করতে পারবে’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ নির্বাচনে প্রার্থীতা করতে চাইলে তাদের আটকানোর জন্য কোনো আইন নেই। জামায়াতের প্রার্থীরাও স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারবেন। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন সচিব বলেন,নির্বাচন কমিশন সচিব বলেন, ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, তিনদিনের মধ্যে জোটের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে। এছাড়া এবছর প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন বলে নির্ধারণ করে দিয়েছে ইসি। আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর এবং প্রত্যাহার ২৯ নভেম্বর।
ইতোমধ্যে তিনশ’ সংসদীয় আসনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব জানান, ৬৪ জেলায় রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।
আরকেএইচ