ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা


১৯ মার্চ ২০২৫ ০৯:২৯

ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় আনার সময় পুলিশের ওপর হামলা করেছেন স্থানীয়রা। তারা ওই যুবককে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। এতে পুলিশসহ ৫ জন আহত হন।

 

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

 

স্থানীয়দের হামলায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন।

 

তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবকের নাম জান বলে প্রাথমিকভাবে জানা গেছে। যুবককে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে হামলা করে যুবককে ছিনিয়ে নেয়। তাকে রক্ষায় পুলিশের পাঁচ সদস্য আহত হন এবং বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।