ঢাকা শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 


১৩ মার্চ ২০২৫ ২০:১৭

সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, অভয়াশ্রমে সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মেঘনা ও তেতুলিয়া নদীতে সকল ধরণের মাছ আহরণ বন্ধ এবং জেলেদের মৎস্য ভিজিএফ চাল বিতরণসহ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং বিষয়ে আলোচনা হয়।  

আলোচনা সভায় বাজার মনিটরিং ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভুমিকা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের প্রসংশা করেন বক্তারা। এসময়

সভায় উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান, 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য প্রদান করেন। এসময় বোরহানউদ্দিন উপজেলার ইউপি চেয়ারম্যানসহ সমাজ সেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।