উচ্ছেদের প্রতিবাদকারী সেই মহিউদ্দিনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ধানমণ্ডিতে ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ফুডকোর্ট ভাঙা হলে এর প্রতিবাদ করেন যুবক মহিউদ্দিন। এ ঘটনায় তাকে আটক করা হলেও কয়েক ঘণ্টা পর সেই মহিউদ্দিনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
মানবিক কারণে বুধবার দিবাগত রাত ১২টার দিকে মুচলেকা নিয়ে বাবা-মায়ের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। মহিউদ্দিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।
মহিউদ্দিনের স্বজনরা গণমাধ্যমকে জানান, গতকাল রাত ১০টায় মহিউদ্দিনের মুক্তির বিষয়ে কথা বলতে ধানমণ্ডি থানায় যান তারা। তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক হওয়ায় পুলিশ তাকে মুক্তি দিতে অপারগতা জানায়। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নজরে আনলে তাঁরা মহিউদ্দিনের মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরবর্তী সময়ে রাত ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে মুচলেকা গ্রহণ করে অভিযুক্তকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেন।
বুধবার ধানমণ্ডিতে ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মহিউদ্দিনের একটি ফুডকোর্ট উচ্ছেদ করা হলে তিনি প্রতিবাদ করেন। তিনি দাবি করেন, পরিবারকে সহযোগিতা করতে তিনি এই দোকান পরিচালনা করছেন। তিনি তো চুরি-ডাকাতি করছেন না। কাউকে অসুবিধা না করে এমন সৎকাজও কেন তিনি এই বাংলাদেশে করতে পারবেন না?
গণমাধ্যমের সামনে এমন বক্তব্য দেওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে ওঠায়। এ সময় তাঁকে মারধর করতেও দেখা যায়। মহিউদ্দিনের এই বক্তব্য এবং পুলিশের মারধরের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।