ট্রাকচাপায় রিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ট্রাকচাপায় কামাল মিয়া (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। কামাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, রাতে কামাল তার রিকশায় যাত্রী নিয়ে মঠের গোড়া থেকে ভাদুঘর বাস টার্মিনালের সামনে যান। যাত্রী নামানোর পর একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি নবীর।
আরআইএস