ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


শেখ হাসিনার সাম্প্রতিক আজমির শরীফ জিয়ারত, যা জানা গেল


১১ মার্চ ২০২৫ ১৬:২৮

ফাইল ফটো

রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত আজমির শরীফ দরগাহ্ জিয়ারত করতে গেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও শর্ট টিকটকে প্রচার করা হয়েছে৷ জানা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালের।

 

টিকটকে প্রচারিত ভাইরাল ভিডিওটিতে প্রায় ২২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় পনেরশ’ বার শেয়ার করা হয়েছে।

 

 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২২ সালে শেখ হাসিনার আজমির শরীফ জিয়ারতের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷ 

 

 

অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে তাতে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির লোগো লক্ষ্য করা যায়৷ উক্ত সূত্র ধরে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৮ সেপ্টেম্বর ‘আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে। 

 

প্রতিবেদন সূত্রে জানা যায়, সে বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফরে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সফরের শেষ দিন (৮ সেপ্টেম্বর) আজমিরের খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফ জিয়ারত করে শেখ হাসিনা।

 

 

পরবর্তীতে, আরেক ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২২ সালের ০৮ সেপ্টেম্বর ‘আজমির শরীফ জিয়ারতের মাধ্যমে ভারত সফর সমাপ্ত করলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷

 

অর্থাৎ, শেখ হাসিনার ভারতের আজমির শরীফ জিয়ারতের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়৷ সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের ভারতের আজমির শরীফ জিয়ারত দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।