শেরপুররে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা

ঘরে ঘরে খবর দে ধর্ষক দের কবর দিয়ে ধর্ষণের ফাঁসি চাই এই, স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেন শেরপুরের সাধারণ শিক্ষার্থীরা। (৯) মার্চ দুপুর ২টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে এবং
বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শেরপুরের সাধারণ শিক্ষার্থীর।
প্রতিবাদ মিছিলে উত্থাপিত দাবীসমূহ:-
১.শেরপুর জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী ধর্ষণকারীর পক্ষে মামলা লড়তে পারবে না।
২.অভিযোগের ৯০ দিনের মধ্যে অথবা সম্ভব হলে এর চেয়েও দ্রুত ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত করতে হবে।
৩.ধর্ষণকারীকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রয়োগ করতেই হবে।